রেজিস্টেশনের ধরণ ও অবস্থান বিবেচনায় যে সকল আবশ্যিক কাগজপত্র ই-জিপি সিস্টেমে আপলোড করতে হবে, তা হলোঃ
দেশীয় দরপত্রদাতা/পরামর্শক প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ |
স্ক্যান/পিডিএফ কপিঃ |
১। কোম্পানি ইনকর্পোরেশন সনদ (কোম্পানির ক্ষেত্রে) অথবা কোম্পানি নিবন্ধনের কাগজপত্র;
২। ট্রেড লাইসেন্স;
৩। বৈধ কর দাতা সনাক্তকরণ নম্বরের (TIN) সনদ;
৪। মুল্য সংযোজন কর সংক্রান্ত (VAT) সনদ;
৫। ফার্ম/কোম্পানি এড্মিন্-এর জন্য কোম্পানি/ফার্মের মালিক থেকে অনুমতি পত্র (অথরাইজড লেটার);
৬। অথরাইজ্ড্ এড্মিন্-এর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট (পাসপোর্টের প্রথম ২ পৃষ্ঠা);
৭। ই-জিপি নিবন্ধন ফি জমার রশিদ;
৮। অথরাইজ্ড্ এড্মিন্-এর এক (১) কপি পাসপোর্ট সাইজ ছবি।
|
|
আন্তর্জাতিক দরপত্রদাতা/পরামর্শক প্রতিষ্ঠানের ক্ষেত্রেঃ |
স্ক্যান/পিডিএফ কপিঃ |
১। কোম্পানি ইনকর্পোরেশন সনদ (কোম্পানির ক্ষেত্রে) অথবা কোম্পানি নিবন্ধনের কাগজপত্র;
২। ট্রেড লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে);
৩। বৈধ করদাতা সনাক্তকরণ সংক্রান্ত (TIN) সনদ (প্রযোজ্য ক্ষেত্রে);
৪। মুল্য সংযোজন কর সংক্রান্ত (VAT) অথবা Goods and Service Tax (GST) নিবন্ধন সনদ;
৫। ফার্ম/কোম্পানি এড্মিন্-এর জন্য ফার্ম/কোম্পানির মালিকের নিকট থেকে অনুমতি পত্র (অথরাইজড লেটার);
৬। অথরাইজ্ড্ এড্মিন্-এর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট (পাসপোর্টের প্রথম ২ পৃষ্ঠা);
৭। ই-জিপি নিবন্ধন ফি জমার রশিদ;
৮। অথরাইজ্ড্ এড্মিন্-এর এক (১) কপি পাসপোর্ট সাইজ ছবি।
|
|
সরকারী মালিকানাধীন (জাতীয়) এন্টারপ্রাইজের ক্ষেত্রেঃ |
স্ক্যান/পিডিএফ কপিঃ |
১। সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রমাণের জন্য সরকারী আদেশ;
২। অর্থ বিভাগ কর্তৃক প্রদত্ত আর্থিক স্বায়ত্ত্বশাসন সম্পর্কিত সনদ;
৩। অথরাইজ্ড্ এড্মিন্-এর জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট (পাসপোর্টের প্রথম ২ পৃষ্ঠা);
৪। অথরাইজ্ড্ এড্মিন্-এর এক (১) কপি পাসপোর্ট সাইজ ছবি;
৫। অথরাইজ্ড্ এড্মিন্ এর জন্য অনুমতি পত্র (Letter of Authorization);
৬। ই-জিপি নিবন্ধন ফি জমার রশিদ।
|
|
ব্যক্তিভিত্তিক পরামর্শক (জাতীয়): |
স্ক্যান/পিডিএফ কপিঃ |
১। জাতীয় পরিচয়পত্রের কপি অথবা পাসপোর্ট (পাসপোর্টের প্রথম ২ পৃষ্ঠা);
২। ই-জিপি নিবন্ধন ফি জমার রশিদ;
৩। এক (১) কপি পাসপোর্ট সাইজ ছবি।
|
|
ব্যক্তিভিত্তিক পরামর্শক (আন্তর্জাতিক): |
স্ক্যান/পিডিএফ কপিঃ |
১। জাতীয় পরিচয়পত্রের কপি অথবা পাসপোর্ট (পাসপোর্টের প্রথম ২ পৃষ্ঠা);
২। ই-জিপি নিবন্ধন ফি জমার রশিদ;
৩। এক (১) কপি পাসপোর্ট সাইজ ছবি।
|
|
গণমাধ্যম (জাতীয়): |
স্ক্যান/পিডিএফ কপিঃ |
১। গণমাধ্যম কোম্পানি/সংস্থা কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র;
২। জাতীয় পরিচয়পত্রের কপি অথবা পাসপোর্ট (পাসপোর্টের প্রথম ২ পৃষ্ঠা);
৩। এক (১) কপি পাসপোর্ট সাইজ ছবি।
|
|
গণমাধ্যম (আন্তর্জাতিক): |
স্ক্যান/পিডিএফ কপিঃ |
১। গণমাধ্যম কোম্পানি/সংস্থা কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র;
২। জাতীয় পরিচয়পত্রের কপি অথবা পাসপোর্ট (পাসপোর্টের প্রথম ২ পৃষ্ঠা);
৩। এক (১) কপি পাসপোর্ট সাইজ ছবি।
|
|