গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল
eGP
মূল পাতা   |   ই-জিপি সম্পর্কিত   |   যোগাযোগ করুন  |  আরএসএস ফিড  |  Language 
বিস্তারিতভাবে খুঁজুন
প্রবেশ Go To Tender ই-দরপত্র APP বার্ষিক ক্রয় পরিকল্পনা Awarded Contracts ই-চুক্তি eCMS null Debarred Tenderers অযোগ্য দরদাতা Reports প্রতিবেদন Offline Tender অফলাইন দরপত্র Awarded Offline Contracts অফলাইন চুক্তি
eGP
ব্যবহারকারী লগ-ইন
পাসওয়ার্ড ভুলে গেছেন?
সহায়তা
ডাউনলোডস্
রিসোর্সেস
বহিঃ লিঙ্ক
প্রতিপাদন ও গোপনীয়তার নীতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল ( http://www.eprocure.gov.bd) সরকারী প্রতিষ্ঠানের (ক্রয়কারী সংস্থা ও ক্রয়কারী) ক্রয়কার্য সম্পাদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক তৈরী ও পরিচালিত। সিপিটিইউ/আইএমইডি এই ই-জিপি সিস্টেম এর স্বত্বাধিকারী।

সিপিটিইউ/আইএমইডি একটি প্রশিক্ষণ সার্ভারও (http://training.eprocure.gov.bd)সচল রাখছে, যাতে ব্যবহারকারীগণ এটি ব্যবহার করে স্বীয় চেষ্টায় মক-আপ তথ্য দিয়ে বাস্তব লেনদেনের সব কর্মকান্ড এ প্রশিক্ষণ সার্ভারে সম্পন্ন করতে পারে এবং ই-জিপি সিস্টেমে ব্যবহার সম্পর্কে জানতে এবং শিখতে পারে। তবে এ প্রশিক্ষণ সার্ভারে সংগঠিত মক-আপ কার্যক্রমকে কোনক্রমেই বাস্তব লেনদেন হিসেবে ধরে নেয়া হবে না।

ক্রয়কার্যে বাস্তব লেনদেন সম্পাদন করার জন্য ব্যবহারকারীকে অবশ্যই জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল http://www.eprocure.gov.bd বা শুধু http://eprocure.gov.bd ব্যবহার করতে হবে।
সকল ই-জিপি সিস্টেমে ব্যবহারকারীর জন্য নিম্নবর্ণিত প্রতিপাদন এবং গোপনীয় নীতিসমূহ প্রযোজ্য হবেঃ
  • ভাসা ভাসাভাবে ওয়েব সাইট ব্যবহারকারীদের কোন তথ্য উপাত্ত ওয়েব সাইটে সংরক্ষিত হবে না যার মাধ্যমে ঐ ব্যবহারকারীকে এককভাবে সনাক্ত করা যায়।
  • সিপিটিইউ/আইএমইডি কোনরূপ পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই, নিজস্ব বিবেচনায়, ই-জিপি পোর্টালে ভুল বা ব্যত্যয় সংশোধন বা পরিবর্তন, সরঞ্জাম পরিবর্তন, জিনিসপত্র তৈরী কার্যক্রম, সেবা বা ফি পরিবর্তন করার ক্ষমতা রাখে।
  • সরাসরি/পরোক্ষভাবে বা ফলস্বরুপ বা অন্যান্য ক্ষয়ক্ষতি, যা সীমাবদ্ধ নয়, ভুল বা বাদপড়া, দেরী হওয়া, অসমাপ্ত ট্রানজেকশন, পরিকল্পিত বা অপরিকল্পিত ই-জিপি পোর্টাল ডাউনটাইম বা ই-জিপি পোর্টালে প্রবেশ করতে না পারা, টেন্ডার জমা দেওয়ার অপর্যাপ্ত সময়, ব্যবহারকারীর পরিচয় হারানো, নিবন্ধনের মেয়াদ শেষ হয়ে যাওয়া, দৈবক্রমে পেইজ বন্ধ হয়ে যাওয়া, সরাসরি বা ব্যবহারজনিত ক্ষতিসমূহ, ব্যবহারকারীর ডাটায় ক্ষতি, ট্রানজেকশনের জন্য, উপেক্ষা বা অন্য কাজ বা ই-জিপি সিস্টেমে ব্যবহারের জন্য হতে পারে। কোনক্রমেই সিপিটিইউ/আইএমইডি বা তৃতীয় পক্ষ কোন ক্ষতির জন্য যা সীমাবদ্ধ নয়।
  • ই-জিপি পোর্টাল এবং সিস্টেমে উপাদানসমূহে তথ্যভ্রম ও মুদ্রণজনিত প্রমাদ থাকতে পারে। ই-জিপি সিস্টেম ব্যবহারের মাধ্যমে ক্রয়কারী কর্তৃক প্রদর্শিত বা সরবরাহকৃত তথ্য এবং সরঞ্জাম বা কোন ক্রয়কারীর বক্তব্যের সত্যতা বা সম্পূর্ণতা বা গ্রহণযোগ্যতার বিষয়ে সিপিটিইউ/আইএমইডি কোন নিশ্চয়তা প্রদান করে না।
  • সিপিটিইউ/আইএমইডি নিশ্চিত করে না যে, ই-জিপি সিস্টেমের কার্যক্রম নিরবচ্ছিন্ন বা ভ্রান্তিমুক্ত বা ই-জিপি সিস্টেম ভাইরাস বা দোষমুক্ত থাকবে। সিপিটিইউ/আইএমইডি কোন সরঞ্জামের পূর্ণ কার্যক্ষমতা, সঠিকতা বা সম্পূর্ণ নির্ভরযোগ্যতার নিশ্চয়তা প্রদান করে না।
  • ই-জিপি সিস্টেমের নির্দিষ্ট কাজ সম্পাদনের বা আইনের দ্বারা নির্ধারিত রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া মূল সত্ত্বাধিকারীর পূর্বানুমতি ব্যতীত, কোন ব্যবহারকারী সনাক্তকরণ সম্পর্কিত কোন তথ্য, তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করতে পারবে না।
  • ই-জিপি সিস্টেম ব্যবহার হবে একমাত্র আইনগত উদ্দেশ্য পূরণকল্পে যা কারও অধিকার খর্ব করবে না বা ব্যবহারকারী কর্তৃক সিস্টেম ব্যবহার বাধাগ্রস্ত করবে না। তবে শুধুমাত্র মানহানীকর বা পীড়ন, বা মানসিক অশান্তি বা ব্যক্তির জন্য কষ্টকর এবং অস্পষ্ট সূচী, যা ই-জিপি সিস্টেমের স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, সে ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা যাবে।
  • ক্রয় প্রক্রিয়ার সময় সকল সময় নির্ধারিত হবে ই-জিপি সিস্টেমের ডাটা সেণ্টারে রক্ষিত সার্ভারের সময় অনুযায়ী।
  • বিজ্ঞপ্তি প্রকাশ, সতর্কীকরণ বা ঘোষণা দিয়ে ই-জিপি সিস্টেম নিয়ন্ত্রণকারী ই-জিপি সিস্টেমের রক্ষণাবেক্ষণ সময়সূচী এবং সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে জানাতে পারবেন।
  • ই-জিপি সিস্টেম, ই-জিপি সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোন অগ্রগতির তথ্য ব্যবহারকারীর নিকট পাঠাতে পারবে।
  • ই-জিপি সিস্টেম ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ইনক্রিপটেড ফর্মে ডাটাবেজে থাকবে এবং উপযুক্ত প্রমাণ এবং খোলার অনুমতি ছাড়া তাতে কারো প্রবেশাধীকার থাকবে না।
  • যথোপযুক্ত নিরাপদ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর বক্তিগত তথ্য ইলেক্ট্রনিক স্টোরেজে এবং প্রেরণ প্রক্রিয়ায় নিরাপদ রাখা হবে।
  • ই-জিপি সিস্টেম তৃতীয় পক্ষের কোন ওয়েব সূত্রের প্রাপ্যতা ও সঠিকতার কোন দায়-দায়িত্ব বহন করবে না। কারণ এইসব ওয়েব সাইটের উপর সিপিটিইউ'র কোন কর্তৃত্ব নেই।
  • ই-জিপি পোর্টাল তথ্য আদান-প্রদানের সময় এবং তথ্য সংরক্ষণের ক্ষেত্রে কুকিজ ব্যবহার করে, যার কিছু অংশ ব্যবহারকারীর কম্পিউটারে থেকে যেতে পারে। ব্যবহারকারীকে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অবশ্যই কুকিজ গ্রহণে সক্ষম হতে হবে। কুকিজ গ্রহণ না করলে ই-জিপি সিস্টেম কাজ নাও করতে পারে।
  • ই-জিপি সিস্টেম ব্যবহারকারীর কম্পিউটারের আইপি ঠিকানা এবং লগইন থেকে লগ আউট পর্যন্ত সম্পাদিত সকল কাজের ফিরিস্তি নিরীক্ষা ও নিরবচ্ছিন্নতার জন্য সংরক্ষণ করে। ব্যবহারকারী তাদের পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা এবং তাদের একাউণ্ট (ই-মেইল আইডি, পাসওয়ার্ড) ব্যবহারের জন্য দায়ী। ই-জিপি সিস্টেম ব্যবহারকারীর পাসওয়ার্ড সংগ্রহ করে না, কিন্তু ই-স্বাক্ষরে পাসওয়ার্ডের অপরিবর্তন যোগ্য হ্যাস ভেল্যু সংরক্ষণ করে। ব্যবহারকারীগণ পাসওয়ার্ডের অননুমোদিত ব্যবহার বা সম্ভাব্য নিরাপত্তাহীনতার তথ্য সিপিটিইউ'র (admin@eprocure.gov.bd) সিস্টেম প্রশাসককে অবশ্যই জানাবেন। অরক্ষিতভাবে কম্পিউটার ব্যবহার করা হলে, প্রত্যেকবার লগআউট নিশ্চিত করতে হবে। সিপিটিইউ, ব্যবহারকারীর আইডি একাউণ্ট এবং পাসওয়ার্ড জানাজানি জনিত কোন ক্ষয়-ক্ষতির দায়দায়িত্ব নিবে না।

কোন প্রশ্ন থাকলে বা জানার থাকলে দয়া করে info@eprocure.gov.bd এই ঠিকানায় যোগাযোগ করুন।

২ জুন, ২০১১ তারিখে প্রকাশিত
মূল পাতা  |  ই-জিপি সম্পর্কিত |  যোগাযোগ করুন |  আরএসএস ফিড  |  শর্তাবলী |  Service Level  |  প্রতিপাদন ও গোপনীয়তার নীতি  |  New Features
Best viewed in 1024 x 768 and above resolution. Browsers Tested & Certified by CPTU: Internet Explorer 8.x, 9.x, 10.x, 11.x and Mozila Firefox 13x, 14x, 29.x, 52.x, 53.x, 62.x, 70.x, 71.x, 72.x, 77.x, 86.x, 113.x and Google Chrome 79.x
Copyright © 2011 Central Procurement Technical Unit (CPTU). All Rights Reserved.
IMED, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh