To view the content of this website in Bangla properly, you need to have 'Proper Bangla Font' installed in your computer. You can install Bangla font by:
Downloading Bangla font which is available as a link under "Downloads" on the left hand side of home page.
Windows vista onwards users: Right click on the font file and click on 'Install' Option.
Windows XP/2003 users: copy the downloaded font and paste it to your Windows/Fonts folder.
Refresh the page.
Dear User,
This tender is manual tender and you need to buy the tender document from Procuring Entity Office. To view the details tender notice click on "View" link.
Same information you can get from BPPA web site.
www.bppa.gov.bd
Dear User,
This Contract Awarded is manual Contract and you need to buy the tender document from Procuring Entity Office. To view the details information click on "View" link.
Same information you can get from BPPA web site.
www.bppa.gov.bd
Click on 'Ok' button to see or download Electronic Standard Tender Documents (eSTD)
বাংলাদেশ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল (https://eprocure.gov.bd ) পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমই) বিভাগের বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) কর্তৃক তৈরি, গৃহীত ও পরিচালিত। ই-জিপি সিস্টেমটি সরকারের ক্রয়কারী সংস্থা (পিএ) ও ক্রয়কারী (পিই)-অফিসসমূহের ক্রয়কার্য সম্পাদনের জন্য একটি অনলাইন প্লাটফর্ম।
ই-জিপি একটি কেন্দ্রীয় ও একমাত্র ওয়েব পোর্টাল যেখান থেকে ও যার মাধ্যমে ক্রয়কারী সংস্থা ও ক্রয়কারী অফিসসমূহ নিরাপদ ওয়েব ড্যাসবোর্ডের মাধ্যমে ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারে। ই-জিপি সিস্টেমটি বিপিপিএ ডাটা সেণ্টারে স্থাপন করা হয়েছে। ইন্টারনেট ব্যবহার করে ই-জিপি সিস্টেমে নিবন্ধিত ক্রয়কারী সংস্থা ও ক্রয়কারী অফিস ই-জিপি ওয়েব পোর্টালে প্রবেশ করতে পারে।
বিশ্বব্যাংকের সহায়তায় 'পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২' এর আওতায় পূর্ণাঙ্গ এ ই-জিপি সিস্টেমটি চালু করা হয়েছে। এটি ক্রমান্বয়ে সরকারের সকল প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত হচ্ছে। সিস্টেমটি সরকারি ক্রয় প্রক্রিয়ায় দরপত্রদাতাগণের অবাধ অংশগ্রহণ ও সমসুযোগ সৃষ্টি এবং ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাহায্য করে।
ই-জিপি সিস্টেম দুই ধাপে বাস্তবায়ন করা হয়েছে:
ই-দরপত্রায়ন: ই-দরপত্রায়নে কেন্দ্রীয়ভাবে নিবন্ধন থেকে শুরু করে বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন, দরপত্রদাতার প্রতি নির্দেশনা, দরপত্র দলিল বিক্রয়, অন-লাইন প্রাক-দরপত্র সভা পরিচালনা, দরপত্র জামানত গ্রহণ, দরপত্র জমাদান, উন্মুক্তকরণ, মূল্যায়ন, নেগোসিয়েশন এবং ক্রয়াদেশ জারিসহ দরপত্র প্রক্রিয়াকরণের পূর্ণাঙ্গ কার্যক্রম অন্তর্ভুক্ত আছে।
ই-চুক্তি ব্যবস্থাপনা: ই-চুক্তি ব্যবস্থাপনা সিস্টেমে কর্মপরিকল্পনা জমাদান, মাইলফলক নির্ধারণ, অগ্রগতি শনাক্তকরণ, পরিবীক্ষণ, প্রতিবেদন তৈরি, গুণগত মান পরীক্ষা, অতিরিক্ত কার্যাদেশ জারি, চলমান বিল তৈরি, আইবাস++ সিস্টেমের মাধ্যমে বিল প্রদান, ভেন্ডর রেটিং এবং কার্য সমাপ্তির সনদ তৈরিসহ চুক্তি ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ বিষয়াদি অন্তর্ভুক্ত আছে।
সরকারি ক্রয়কারী অফিসে ই-টেন্ডারিং ও ই-সিএমএস সফলভাবে চালু করা হয়েছে।
দরপত্রদাতা/আবেদনকারী /দেশী কিংবা বিদেশি পরামর্শক, ক্রয়কারী, ক্রয় কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কমিটি, পেমেন্ট সেবা প্রদানকারী, উন্নয়ন সহযোগী, মিডিয়া, পরিচালন-রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা সত্তা, ই-জিপি সিস্টেম প্রশাসক, নিরীক্ষক এবং নাগরিকসহ সকল অংশীজন 'ই-জিপি সিস্টেম ব্যবহারের শর্তাবলি' এবং `ডিসক্লেইমার ও গোপনীয়তার নীতি' অনুযায়ী ই-জিপি সিস্টেম ও তথ্যাবলীতে প্রবেশাধিকার পেয়ে থাকেন।
পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ -এর ধারা ৬৫ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি-১২৮ এর আওতায় প্রণীত ও জারিকৃত ‘বাংলাদেশ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) নির্দেশিকা’ মেনে সরকারি তহবিলের অর্থ দ্বারা যেকোনো পণ্য, কার্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে ই-জিপি সিস্টেম ব্যবহৃত হবে।
Best viewed in 1024 x 768 and above resolution. Browsers Tested & Certified by BPPA: Microsoft Edge 109.x or above and Mozilla Firefox 113.x or above and Google Chrome 109.x or above