ব্যবহারকারীর নিবন্ধন পদ্ধতি/ধাপ
ই-জিপি পদ্ধতিতে নিবন্ধন ধাপসমূহঃ-
শুরুর পূর্বেঃ ব্যবহারকারীর থাকতে হবে
১। |
একটি কম্পিউটার এবং সিপিটিইউ কর্তৃক নির্ধারিত ব্রাউজার (Internet Explorer 8.x,9.x,10.x, or Mozilla Firefox 29.x,52.x) |
২। |
যথোপযুক্ত ব্যান্ডউইথসহ ইন্টারনেট সংযোগ |
৩। |
একটি বৈধ ই-মেইল আইডি |
নিবন্ধনের ধাপসমূহ
১। |
ওয়েব ব্রাউজারে ক্লিক করে address বারে www.eprocure.gov.bd লিখে কী-বোর্ডের Enter এ চাপ দিন। |
২। |
এতে ওয়েবসাইটি খুলবে। "New User Registration" button এ ক্লিক করুন। |
৩। |
"New User Registration- Login Account Details" শীর্ষক একটি নতুন ওয়েব পেইজ খুলবে। |
৪। |
আপনার নিজস্ব ই-মেইল আইডি এবং নতুন পাস ওয়ার্ডসহ চাহিত তথ্যগুলো লিখুন। Terms and Conditions গুলো পড়ুন এবং সেগুলো গ্রহণ করার জন্য ফরমের শেষ প্রান্তে Check box এ ক্লিক করুন। এবার 'Submit' বাটনে ক্লিক করুন। |
৫। |
ই-জিপি পদ্ধতিতে রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে ই-মেইল আইডি ব্যবহার করেছেন তাতে রেজিস্ট্রেশন যাচাই কোড (Verification Code) সহ ই-জিপি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি বার্তা পৌঁছে যাবে। আপনার নিজস্ব ই-মেইল খুললে আপনি তা দেখতে পাবেন। |
৬। |
বার্তাটির সাথে প্রদত্ত web link এ ক্লিক করুন। ই-মেইল যাচাই এর জন্য ই-জিপি ওয়েবসাইটে একটি পৃষ্ঠা খুলবে। |
৭। |
ই-জিপি পদ্ধতি হতে প্রাপ্ত যাচাই কোডটি কপি করে যথাস্থানে প্রদান করুন। 'Submit' বাটনে ক্লিক করুন। যাচাই কোডটি যদি সঠিকভাবে বসে থাকে, তবে আপনার প্রদত্ত ই-মেইল আইডি যাচাইকৃত (Verified) বলে ই-জিপি সিস্টেম থেকে আপনাকে একটি বার্তা প্রেরণ করবে। এই বার্তায় আপনাকে কতিপয় অত্যাবশ্যকীয় ডকুমেন্ট স্ক্যান করে দাখিল (Upload) করার জন্য নির্দেশনা দেয়া থাকবে। |
৮। |
ই-জিপি পদ্ধতিতে রেজিস্ট্রেশনের জন্য দেশীয় দরদাতা/পরামর্শকদের বাংলাদেশেী টাকায় এবং আন্তর্জাতিক দরদাতাদের ইউএস ডলারে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। সে জন্য ই-জিপি সিস্টেম থেকে প্রাপ্ত ই-মেইল বার্তাটির প্রিণ্ট কপি সঙ্গে নিয়ে নির্ধারিত ব্যাংকে গিয়ে অর্থ পরিশোধ করতে হবে। তারপর অত্যাবশ্যকীয় ডকুমেন্টগুলো Upload করা সম্ভব হবে। |
৯। |
ই-জিপি ওয়েব সাইটে login করে নিবন্ধন ফি পরিশোধ সংক্রান্ত ডকুমেন্টসহ অন্যান্য ডকুমেন্ট অনলাইনে এক এক করে দাখিল (Upload) করুন। |
১০। |
এবার ই-জিপি পদ্ধতিতে Uploaded এর অত্যাবশ্যকীয় ডকুমেন্টলো ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করুন এবং ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সিপিটিইউ এর e-GP user Registration desk এ যাচাইয়ের জন্য প্রেরণ করুন। |
১১। |
সত্যায়িত এবং uploaded ডকুমেন্টগুলো সিপিটিইউ কর্তৃক যাচাই করার পর User হিসেবে আপনার রেজিস্ট্রেশন অনুমোদন সংক্রান্ত একটি স্বয়ংক্রিয় বার্তা আপনার ই-মেইল আইডিতে দেখতে পাবেন। |
১২। |
এখন থেকে আপনি ই-জিপি পদ্ধতিতে login করে ই-টেন্ডারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য যে, সংশ্লিষ্ট ক্রয়কারী এই ই-জিপি পোর্টাল ব্যবহার করে দরপত্র আহবানসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবে যা আপনি মূল ই-জিপি পোর্টাল থেকেই জানতে পারবেন। |
|
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) |
|