গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল
eGP
মূল পাতা   |   ই-জিপি সম্পর্কিত   |   যোগাযোগ করুন  |  আরএসএস ফিড  |  Language 
বিস্তারিতভাবে খুঁজুন
প্রবেশ Go To Tender ই-দরপত্র APP বার্ষিক ক্রয় পরিকল্পনা Awarded Contracts ই-চুক্তি eCMS ই-অভিজ্ঞতা Debarred Tenderers অযোগ্য দরদাতা Reports প্রতিবেদন Offline Tender অফলাইন দরপত্র Awarded Offline Contracts অফলাইন সম্পাদিত চুক্তিসমূহ
Marquee Display Page
Mobile numbers are no longer in use. Please use 16575 to reach e-GP helpdesk.
eGP
ব্যবহারকারী লগ-ইন
পাসওয়ার্ড ভুলে গেছেন?
সহায়তা
ডাউনলোডস্
রিসোর্সেস
বহিঃ লিঙ্ক
ব্যবহারকারীর নিবন্ধন পদ্ধতি/ধাপ
ই-জিপি পদ্ধতিতে নিবন্ধন ধাপসমূহঃ-
শুরুর পূর্বেঃ ব্যবহারকারীর থাকতে হবে
১।  একটি কম্পিউটার এবং বিপিপিএ কর্তৃক নির্ধারিত ব্রাউজার (Microsoft Edge 109.x or above and Mozilla Firefox 113.x or above and Google Chrome 109.x or above)
২। যথোপযুক্ত ব্যান্ডউইথসহ ইন্টারনেট সংযোগ
৩। একটি বৈধ ই-মেইল আইডি
নিবন্ধনের ধাপসমূহ
১। ওয়েব ব্রাউজারে ক্লিক করে address বারে www.eprocure.gov.bd লিখে কী-বোর্ডের Enter এ চাপ দিন।
২। এতে ওয়েবসাইটি খুলবে। "New User Registration" button এ ক্লিক করুন।
৩। "New User Registration- Login Account Details" শীর্ষক একটি নতুন ওয়েব পেইজ খুলবে।
৪। আপনার নিজস্ব ই-মেইল আইডি এবং নতুন পাস ওয়ার্ডসহ চাহিত তথ্যগুলো লিখুন। Terms and Conditions গুলো পড়ুন এবং সেগুলো গ্রহণ করার জন্য ফরমের শেষ প্রান্তে Check box এ ক্লিক করুন। এবার 'Submit' বাটনে ক্লিক করুন।
৫। ই-জিপি পদ্ধতিতে রেজিস্ট্রেশন করার জন্য আপনি যে ই-মেইল আইডি ব্যবহার করেছেন তাতে রেজিস্ট্রেশন যাচাই কোড (Verification Code) সহ ই-জিপি সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি বার্তা পৌঁছে যাবে। আপনার নিজস্ব ই-মেইল খুললে আপনি তা দেখতে পাবেন।
৬। বার্তাটির সাথে প্রদত্ত web link এ ক্লিক করুন। ই-মেইল যাচাই এর জন্য ই-জিপি ওয়েবসাইটে একটি পৃষ্ঠা খুলবে।
৭। ই-জিপি পদ্ধতি হতে প্রাপ্ত যাচাই কোডটি কপি করে যথাস্থানে প্রদান করুন। 'Submit' বাটনে ক্লিক করুন। যাচাই কোডটি যদি সঠিকভাবে বসে থাকে, তবে আপনার প্রদত্ত ই-মেইল আইডি যাচাইকৃত (Verified) বলে ই-জিপি সিস্টেম থেকে আপনাকে একটি বার্তা প্রেরণ করবে। এই বার্তায় আপনাকে কতিপয় অত্যাবশ্যকীয় ডকুমেন্ট স্ক্যান করে দাখিল (Upload) করার জন্য নির্দেশনা দেয়া থাকবে।
৮। ই-জিপি পদ্ধতিতে রেজিস্ট্রেশনের জন্য দেশীয় দরদাতা/পরামর্শকদের বাংলাদেশেী টাকায় এবং আন্তর্জাতিক দরদাতাদের ইউএস ডলারে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। সে জন্য ই-জিপি সিস্টেম থেকে প্রাপ্ত ই-মেইল বার্তাটির প্রিণ্ট কপি সঙ্গে নিয়ে নির্ধারিত ব্যাংকে গিয়ে অর্থ পরিশোধ করতে হবে। তারপর অত্যাবশ্যকীয় ডকুমেন্টগুলো Upload করা সম্ভব হবে।
৯। ই-জিপি ওয়েব সাইটে login করে নিবন্ধন ফি পরিশোধ সংক্রান্ত ডকুমেন্টসহ অন্যান্য ডকুমেন্ট অনলাইনে এক এক করে দাখিল (Upload) করুন।
১০। এবার ই-জিপি পদ্ধতিতে Uploaded এর অত্যাবশ্যকীয় ডকুমেন্টলো ১ম শ্রেণীর সরকারী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করুন এবং ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে বিপিপিএ এর e-GP user Registration desk এ যাচাইয়ের জন্য প্রেরণ করুন।
১১। সত্যায়িত এবং uploaded ডকুমেন্টগুলো বিপিপিএ কর্তৃক যাচাই করার পর User হিসেবে আপনার রেজিস্ট্রেশন অনুমোদন সংক্রান্ত একটি স্বয়ংক্রিয় বার্তা আপনার ই-মেইল আইডিতে দেখতে পাবেন।
১২। এখন থেকে আপনি ই-জিপি পদ্ধতিতে login করে ই-টেন্ডারিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য যে, সংশ্লিষ্ট ক্রয়কারী এই ই-জিপি পোর্টাল ব্যবহার করে দরপত্র আহবানসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করবে যা আপনি মূল ই-জিপি পোর্টাল থেকেই জানতে পারবেন।


বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)
মূল পাতা  |  ই-জিপি সম্পর্কিত |  যোগাযোগ করুন |  আরএসএস ফিড  |  শর্তাবলী |  Service Level  |  প্রতিপাদন ও গোপনীয়তার নীতি  |  নতুন বৈশিষ্ট্যসমূহ
Best viewed in 1024 x 768 and above resolution. Browsers Tested & Certified by BPPA: Microsoft Edge 109.x or above and Mozilla Firefox 113.x or above and Google Chrome 109.x or above
Copyright © 2011 Central Procurement Technical Unit (CPTU). All Rights Reserved.
IMED, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh