গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল
eGP
মূল পাতা   |   ই-জিপি সম্পর্কিত   |   যোগাযোগ করুন  |  আরএসএস ফিড  |  Language 
বিস্তারিতভাবে খুঁজুন
প্রবেশ Go To Tender ই-দরপত্র APP বার্ষিক ক্রয় পরিকল্পনা Awarded Contracts ই-চুক্তি eCMS ই-অভিজ্ঞতা Debarred Tenderers অযোগ্য দরদাতা Reports প্রতিবেদন Offline Tender অফলাইন দরপত্র Awarded Offline Contracts অফলাইন সম্পাদিত চুক্তিসমূহ
eGP
ব্যবহারকারী লগ-ইন
পাসওয়ার্ড ভুলে গেছেন?
সহায়তা
ডাউনলোডস্
রিসোর্সেস
বহিঃ লিঙ্ক
ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সম্পর্কিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল (http://eprocure.gov.bd) পরিকল্পনা মন্ত্রণালয়ের সেণ্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) কর্তৃক তৈরী, গৃহীত ও পরিচালিত। ই-জিপি সিস্টেমটি সরকারের ক্রয়কারী সংস্থা (পিএ) এবং ক্রয়কারী (পিই)-সমূহের ক্রয়কার্য সম্পাদনের জন্য একটি অনলাইন প্লাটফর্ম।
এটি একমাত্র ওয়েব পোর্টাল যেখান থেকে এবং যার মাধ্যমে ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী প্রতিষ্ঠানসমূহ নিরাপদ ওয়েব ড্যাসবোর্ডের মাধ্যমে ক্রয় সংক্রান্ত যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারবে। ই-জিপি সিস্টেম সিপিটিইউ'তে স্থাপিত ডাটা সেণ্টারে ধারণ করা হয়েছে। ইণ্টারনেট ব্যবহার করে সরকারের ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী প্রতিষ্ঠান ই-জিপি ওয়েব পোর্টালে প্রবেশ করতে পারবে।
সরকারী ক্রয়কাজে এই সংস্কার কার্যক্রম বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন 'পাবলিক প্রকিউরমেন্ট রিফর্ম প্রজেক্ট-২' এর আওতায় সম্পাদিত হয়েছে। এই পদ্ধতি ক্রমান্বয়ে সরকারের সকল প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত হবে বিধায় এর মাধ্যমে সরকারী ক্রয় প্রক্রিয়ায় দরদাতাগণের অবাধ অংশগ্রহণ ও সমসুযোগ সৃষ্টি হবে; এবং ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

সংবাদ ও ঘটনা

গুরুত্বপূর্ণ বার্তা এবং সহায়তা বিবরণী

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ক্রয় আইন ২০০৬ এর ৬৫ নং ধারা অনুযায়ী ই-জিপি নীতিমালা অনুমোদন করেছে। অনুমোদিত নীতিমালা অনুযায়ী দুই ধাপে ই-জিপি সিস্টেম বাস্তবায়ন করা হচ্ছেঃ
  •  
  • প্রথম ধাপে, চারটি ক্রয়কারী সংস্থার [বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি), স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি), সড়ক ও জনপথ বিভাগ (আরএইচডি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)] ১৬ (ষোল) টি ক্রয়কারী প্রতিষ্ঠানে এবং সিপিটিইউ'তে পরীক্ষামূলকভাবে ই-টেন্ডারিং বা ই-দরপত্রায়ন চালু হবে। পর্যায়ক্রমে এই সিস্টেম চারটি ক্রয়কারী সংস্থার জেলা শহর পর্যন্ত ২৯৫টি ক্রয়কারী (পিই)-সমূহে বিস্তৃত হবে। পরবর্তীতে এটি দেশের সকল সরকারী ক্রয় সংস্থার অধীনস্ত ক্রয়কারী (পিই)-সমূহে প্রবর্তিত হবে।
  •  
  • দ্বিতীয় ধাপে, ই-কন্টাক্ট ম্যানেজমেণ্ট সিস্টেম (ই-সিএমএস) চালু হবে, যার মাধ্যম চুক্তি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত কাজ, যেমনঃ কর্ম পরিকল্পনা জমা দেয়া, মাইলস্টোন নির্ধারণ করা, ক্রয় প্রক্রিয়ার গতিবিধি পরিবীক্ষণ ও মূল্যায়ন, প্রতিবেদন তৈরী, মান পর্যবেক্ষণ, চলমান বিল তৈরী, সরবরাহকারীর শ্রেণী বিন্যাস এবং কার্য সমাপ্তি সনদ তৈরী করা যাবে।
  •  
  • এই বিষয়ে বিস্তারিত জানার প্রয়োজন হলে অনুগ্রহ করে `সহায়তা ডেস্কে' যোগাযোগ করুন।
মূল পাতা  |  ই-জিপি সম্পর্কিত |  যোগাযোগ করুন |  আরএসএস ফিড  |  শর্তাবলী |  Service Level  |  প্রতিপাদন ও গোপনীয়তার নীতি  |  New Features
Best viewed in 1024 x 768 and above resolution. Browsers Tested & Certified by BPPA: Microsoft Edge 109.x or above and Mozilla Firefox 113.x or above and Google Chrome 109.x or above
Copyright © 2011 Central Procurement Technical Unit (CPTU). All Rights Reserved.
IMED, Ministry of Planning, Government of the People's Republic of Bangladesh